অনলাইনে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করার নিয়ম


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ১৫, ২০১৩, ৬:২১ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন / ৭৯
অনলাইনে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করার নিয়ম

২০১৩ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া হবে অনলাইনে। এই প্রক্রিয়া চলবে ১৩ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে।

অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করার নিয়মাবলী :

*    প্রতিটি  Institution এর জন্য প্রয়োজন হবে Computer এবং Internet Connection.
*     Address bar এ www.dhakaeducationboard.gov.bd Type  করে Enter  চাপ  দিতে হবে।
*     Website এর প্রথম পাতায়  eFF নামের অপশনে ক্লিক করতে হবে।
*      eFF এ Click করলে Login অপশন পাওয়া যাবে। Institute Information Form পাওয়া যাবে। Form-এর প্রথমে  Institute EIIN Code, Password এবং Institute’s E-mail  Address Input করে Enter দিন ।
1.  এখানে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তালিকা (Probable Candidates’ list) দেয়া আছে। আপনি যে সব শিক্ষার্থীর ফরম পূরণ করবেন REG/SESS এর ঘরে টিক চিহ দিন এবং শিক্ষার্থীর বিষয় কোড মিলিয়ে নিন।
2.  Regular শিক্ষার্থীর ক্ষেত্রে ALL স্বয়ংক্রিয়ভাবে Select করা থাকবে। কিন্তু  Irregular শিক্ষার্থীর ক্ষেত্রে Partial Select করা থাকবে। Irregular শিক্ষার্থী যদি সকল বিষয়ে পরীক্ষা দিতে চায় তবে Partial থেকে টিক চিহ তুলে দিয়ে ALL এ টিক চিহ দিয়ে Submite এ Click করুন।এভাবে আপনার প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর ফরম পূরণ করুন।
3.  যে সকল শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠান থেকে TC এবং Bord এর permission নিয়ে আপনার প্রতিষ্ঠান থেকে ফরম পূরনে ইচ্ছুক সে      সকল  শিক্ষার্থীর ফরম পূরণ করার জন্য TC Option এ Click করলে নিচের ফরমটি আসবে। নিচের ফরম এ শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর লিখে সেশন পূরণ করুন এবং Enter দিন।
*  TC শিক্ষার্থীর ফরম পূরণ করতে পূর্বের মত REG/SESS এর ঘরে টিক চিহ দিন এবং শিক্ষার্থীর বিষয় কোড মিলিয়ে নিয়ে Submite এ Click করুন।
 4. Improvement পরীক্ষা দিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীর ফরম পূরনের জন্য Improvement Option এ Click করুন। এখানে  আপনার প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী Improvement পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছিল তাদের তালিকা দেয়া আছে।  আপনি যে সব শিক্ষার্থীর ফরম পূরণ করতে চান REG/SESS এর ঘরে টিক চিহ দিন এবং শিক্ষার্থীর বিষয় কোড মিলিয়ে নিয়ে
Submite এ Click করুন।
5. সকল ফরম ফিলাপের পর Temp. Candidate’s List Option এ Click করে ফরম ফিলাপকৃত শিক্ষার্থীর তালিকা মিলিয়ে নিন। প্রয়োজনে   সংযোজন বা বিয়োজন করুন। বিয়োজন করার জন্য Temp. Candidate’s List থেকে Delete Option-এ Click করুন। সংযোজন করার জন্য Probable List থেকে  কাঙ্খিত  শিক্ষার্থীর ফরম পূরণ করে Submit করুন।
6. আপনার প্রতিষ্ঠানের কাঙ্খিত শিক্ষার্থীর ফরম পূরণ করার পর Temp. Candidate’s List Option এর নিচে Final  Submit Button এ Click করুন।
7. Final Candidate’s List  আপনার প্রতিষ্ঠানের ফরম ফিলাপকৃত সকল শিক্ষার্থীর তালিকা মিলিয়ে নিন। যদি কোন ভুল না হয়  তবে Final Candidate’s List Download করুন।
 8. Payment Slip OptionClick করে Payment Slip Print করুন। আপনার মোট ফরম পূরণ করা  শিক্ষার্থীর সংখ্যা এবং তাদের জন্য কত টাকা DD পাঠাতে হবে তা জেনে নিন এবং  DD  কাটার নির্ধারিত সময়ের মধ্যে DD কাটুন।
DD কাটার সময় অবশ্যই মনে রাখবেন  DD রশিদের উপর আপনার প্রতিষ্ঠানের EIIN NO এবং DD NO থাকতে হবে। EIIN NO এবং DD NO ব্যতীত কোন DD গ্রহণ করা হবে না।
9.  DD কাটার পর DD রশিদ, Final Candidate’s List এর কপি এবং Payment Slip Board এ জমা দিয়ে JSC Form Fill Up এর কাজটি সমাপ্ত করুন।

Rate this post