অনলাইনে ভর্তি সংক্রান্ত কর্মশালা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সের অনলাইনে ভর্তি সংক্রান্ত দু’দিন ব্যাপী কর্মশালা আজ (৪ এপ্রিল ২০১৪) সকাল ১০টায় একাডেমিক ভবনে শুরু হয়েছে। সারা দেশের অধিভুক্ত প্রায় ১৭০০ কলেজের শিক্ষক প্রতিনিধিগণ এতে অংশ নিচ্ছেন। কর্মশালার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয় প্রদর্শন করা হয়।