অনার্সে ভর্তিতে সমতা সংক্রান্ত বিজ্ঞপ্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৪, ২০১৩, ৪:১৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন / ১৩
অনার্সে ভর্তিতে সমতা সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তিতে শিক্ষার্থীর এসএসসি/এইচএসসির সমমান পরীক্ষার ক্ষেত্রে সমতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ও-লেভেল/এ-লেভেল পাশ করেছে; যারা বিদেশে পড়ালেখা করে পাশ করেছে; যারা বোর্ড কর্তৃক সমতা নিরুপন করেছে এবং যেসব শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি/এইচএসসি পাশ করেছে; তাদের আবেদন পদ্ধতি সম্পর্কে ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা আছে। এসব শিক্ষার্থীকে ৭/১২/২০১৩ তারিখের মধ্যে সরাসরি ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে (গাজীপুর) সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে শিক্ষার্থীর সব সনদের (বিদেশী ডিগ্রীর বোর্ড কর্তৃক সমতা নিরুপন; ও-লেভেল/এ-লেভেল; এসএসসি/এইচএসসি-এর মুল সনদ ও নম্বর পত্র) সত্যায়িত কপি, ভর্তিচ্ছু কলেজে নাম, কলেজ কোড, জেলা, বিষয় পছন্দক্রম এবং শিক্ষার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

Rate this post