অনার্সে মেধা তালিকা থেকে আবারো আবেদনের সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকা যেসব শিক্ষার্থীরা এখনো ভর্তি হতে পারেননি, তারা আবারো অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় (২০১২-২০১৩ শিক্ষাবর্ষ) যেসব শিক্ষার্থী ১ম ও ২য় মেধা তালিকায় ‘বিষয়’ বরাদ্ধ পেয়েছেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি; তারা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরন করতে পারবেন। পরবর্তীতে তাদেরকে মেধাক্রমের ভিত্তিতে বিষয় বরাদ্ধ দেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd, www.addmission.nu-bd.net)।