অনার্সে ৩.৫ লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবে

২০১৬-১৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ৩.৫ লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর ২০১৬ তারিখ থেকে।
আজ (২১ সেপ্টেম্বর ২০১৬) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ এর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনার পর এসব সিদ্ধান্ত গৃহীত হয়:
১. ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ থেকে শুরু হবে।
২. ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১৫ নভেম্বর।
৩. আসন সংখ্যা ৩.৫ লাখ।