বিএড :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১২ সালের বিএড পরীক্ষার ফলাফল আজ (সোমবার) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে ৯৫ টি কলেজের মোট ৬৯৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১১৮ জন। পাশের হার ৮৭.৯০%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনার্স (পার্ট-১) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১১ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার ফলাফল আজ রাত ১০:০০ টায় প্রকাশ করা হবে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/result.php) এবং (www.nubd.info) থেকে জানা যাবে। এ ছাড়াও যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে। সারাদেশে ২৪১ টি কলেজের ২২২৬১৫ জন পরীক্ষার্থী ১৩৭ টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24