অনার্স ভর্তি আবেদন ১ অক্টোবর থেকে, পরীক্ষা হবে না
২০১৫-১৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদন ১ অক্টোবর ২০১৫ তারিখ থেকে শুরু হবে।
এবার ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে। আজ (রবিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি প্রক্রিয়া শেষে ১ ডিসেম্বর ২০১৫ তারিখ থেকে ক্লাস শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকা ও ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে, বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, ২০১৮ সালের মাঝামাঝি থেকে বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি সেশনজটমুক্ত করা যাবে।