অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল ২৭ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৭ জানুয়ারি ২০১৪) প্রকাশ করা হবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের প্রথম মেধা তালিকাসহ ফলাফল ওইদিন বেলা ১২টায় এমএসএসে ও রাত ৯টায় ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) প্রকাশ করা হবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU<স্পেস> AT <স্পেস> Roll No লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির জন্য তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম।
উল্লেখ্য, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা গত বছরের (২০১৩) ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সারাদেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে ভর্তির জন্য ৪,১৩,৪৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।