|

অনার্স ১ম বর্ষের ২৭ অক্টোবরের পরীক্ষা পেছালো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল (২৭ অক্টোবর ২০১৩) অনুষ্ঠিতব্য অনার্স ১ম বর্ষের (২০১২ সালের) পরীক্ষা পেছানো হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া Principles of Economics (Subject code : 6223) ও Introtuction to Business (Subject code : 6233)  পরীক্ষা দুটি ২ নভেম্বর ২০১৩ তারিখ (শনিবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।