অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বর শুরু

২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ বেলা ২টা থেকে সারাদেশে একযোগে শুরু হবে। শুধুমাত্র অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা ৪৭৩টি অনার্স কলেজের ১৭৬ টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিষয়ে অংশ নেবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ এ পরীক্ষার সারাদেশে পরীক্ষার্থীর সংখ্যা ১,৪২,০০০ জন।
পরীক্ষার প্রবেশপত্র পেতে কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন- http://www.nu.edu.bd/home/all_notice_download_content/General%20Notice/Hons-part-1_admit%20print0001_pub_date_09.09.2015.pdf