অনার্স ২য় বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রকাশ

২০১৮ সালের অনার্স ২য় বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৫ অক্টোবর ২০২১ তারিখে এই ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।”

প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি কিংবা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট অধ্যক্ষের মাধ্যমে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এই আবেদন করতে হবে। নির্দিষ্ট সময় পরে কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results এবং www.nubd.info থেকে ফল পাওয়া যাবে।

অনার্স ২য় বর্ষ ফলাফল (ওয়েবসাইটের মাধ্যমে)

অনার্স ২য় বর্ষ পরীক্ষার মার্কশীট রেজাল্ট আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে দেখতে পারবেন ।  এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখার প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো :

  • প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল বিষয়ক ওয়েবসাইটে ( www.nu.ac.bd/results/ )  ভিজিট করুন ।
  • বাম পাশ থেকে আপনার কোর্স Honours সিলেক্ট করুন ।
  • এখন আপনি বর্ষ হিসেবে Honours 2nd year সিলেক্ট করুন ।
  • Exam Roll Number-এর ঘরটিতে আপনার পরীক্ষার রোল নাম্বার টাইপ করুন।
  • Registration-এর ঘরে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।
  • Exam Year-এর ঘরে আপনার পরীক্ষার সালটি লিখুন ।
  • এখন ছবিতে কিছু এলোমেলো অক্ষর থাকবে সেগুলো সঠিকভাবে লিখুন ।
  • এবং সর্বশেষ “Search Result “ বাটনে ক্লিক করার পর আপনি আপনার Honours 2nd year Result 2020  সম্পূর্ণ মার্কশিটসহ দেখতে পারবেন ।
Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page