অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ যেভাবে

যারা আশানুরূপ ফলাফল পায়নি তারা চাইলে অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ করতে পারবে। গত ২৪ জুলাই ২০১৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার এই ফলাফল প্রকাশিত হয়।
আবেদনের সময়সীমা : ২৭ জুলাই থেকে ১৪ আগস্ট ২০১৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য নির্ধারিত ফি (৮০০ টাকা) ব্যাংকে জমা দেওয়া যাবে ১৪ আগস্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ।
পুন:নিরীক্ষণ আবেদন পদ্ধতি : আবেদন চলাকালীণ সময়ে www.nubd.info/203 লিঙ্কে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ ও টাকার অংক উল্লেখ থাকবে। এটি প্রিন্ট করে এর কপি নিয়ে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।