অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি পুন:নির্ধারণ, ৩ ফেব্রুয়ারি শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা সময়সূচি পুন:নির্ধারণ করা হয়েছে। পূর্ব-ঘোষিত সময়সূচি পূনঃনির্ধারণ করে তা এখন আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনার্স ৩য় বর্ষ নতুন / পুনঃনির্ধারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংকে পাওয়া যাবে- http://www.nu.edu.bd/home/all_notice_download_content/Examination/January_2016/Revised_Exam_Schedule_HP-3_2014_pub_date_06.01.2016.pdf
ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা :
ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্র্থীদের সেশনজট থেকে মুক্ত করার লক্ষ্যে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বেই ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার সম্ভাব্য সময়সূচি উল্লেখ করে একটি ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করে। সে অনুযায়ী ২০১৪ সালের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের কাস শুরু, পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষা শুরু, ফল প্রকাশ ইত্যাদি তাদের কাস শুরুর আগেই জানিয়ে দেয়া হয়। বিগত এক বছরে বিভিন্ন পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশও করা হয়েছে। সেশনজট নিরসনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে, এতে হেরফের ঘটানোর কার্যত কোনো অবকাশ নেই। ক্রাশ প্রোগ্রামে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠান ও ফল প্রকাশ না হলে, সেশনজট থেকে উত্তরণ কিছুতেই সম্ভব নয়। শিক্ষার্থীদের এটি অনুধাবন করতে হবে। তদ্রুপ সুযোগ না থাকা সত্বেও ৩য় বর্ষের পরীক্ষার্থীদের দাবি বিবেচনা করে যতটুকু সম্ভব সে অনুযায়ী তাদের পরীক্ষার সময়সূচি পূন:নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী পরবর্তী সকল পরীক্ষা যথাসময়ে গ্রহণ করতে হবে। অতএব অন্যান্য সকল বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী যথাসময় সকল পরীক্ষার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য বলা হলো।
২০১৮ সালের মধ্যভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় যে ক্রাশ প্রোগ্রাম ইতোপূর্বে ঘোষণা করেছে, তা বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক তথা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কর্তৃপক্ষ কামনা করছে।