বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮৩ বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন ২০২০ পর্যন্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পদের নাম : অফিসার ক্যাডেট
কোর্সের নাম : ৮৩ বিএএফএ
শাখার নাম : জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল ও ফিন্যান্স
শিক্ষাগত যোগ্যতা : নির্ধারিত জিপিএ-সহ এসএসসি, এইচএসসি/সমমান
বয়স : ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ : ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
বেতন : ১০,০০০ টাকা
আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট অথবা joinBAF মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাছাই পরীক্ষার তারিখ : ১৪, ১৮ মে এবং ০১, ০৩, ০৮ জুন ২০২০
সময় : সকাল ০৮টা
স্থান : বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
চাকরিতে যোগদানের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২০
এই বছর এসএসসি পরিক্ষা দিয়েছি। আমি আবেদন করতে পারব কি ভাই?