সাম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র বরাত দিয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়। এতে ১২টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৪৮টি অননু্মোদিত বা অবৈধ ক্যাম্পাসের ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।
গতকাল (১১ সেপ্টেম্বর) এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর (৩/২, ব্লক-এ, আসাদ এভিনিউ) ও উত্তরা (১০৩, হোসেন টাওয়ার, সেক্টর-৭ ) ছাড়া পিইউবি’র আর কোথাও কোনো আউটার ক্যাম্পাস নেই। এই দুই ক্যাম্পাস ছাড়া আর কোথাও ভর্তি না হওয়া জন্য অনুরোধ করা হয়।
অবৈধ ক্যম্পাস সম্পর্কে পিইউবি'র বিজ্ঞপ্তি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review