হাবিবুর রহমান তারেক
www.immi.gov.au/students/knight। নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি প্রক্রিয়ায় ৩৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার কম গুনতে হবে। এ ছাড়া পড়াশোনা শেষে যোগ্যতাভেদে অতিরিক্ত দুই থেকে চার বছর ভিসার মেয়াদ নবায়ন করতে পারবেন। ভিসানীতির পর্যালোচনাপত্রটি পাবেন এই লিংকে_ www.immi.gov.au/students/-pdf/2011-knight-review.pdf।
নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের শনাক্তকরণ এবং নির্দিষ্ট মেয়াদ শেষে দেশে ফেরার বিষয়েও জোর দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো বলছে, নতুন ভিসানীতি কার্যকরের পর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি অবৈধভাবে অস্ট্রেলিয়ায় অবস্থান করা শিক্ষার্থীর হারও অনেক কমবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24