আইডিবির আইটি স্কলারশিপ
২ লক্ষ টাকার সমপরিমানের আইটি স্কলারশিপ দিচ্ছে আইডিবি-বিআইএসইডাব্লিউ। ‘আইটি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স’ (রাউন্ড ২৫) কর্মসূচির আওতায় বিনা খরচে ৭টি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে প্রশিক্ষণার্থীরা। ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে (অফেরতযোগ্য) আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০১৪।
আবেদনের যোগ্যতা : সম্মান/ ফাজিল পাশ।
কোর্সগুলোর মেয়াদ : ১২-১৭ মাস।
বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে : www.idb-bisew.org