আইবিএ-তে ভর্তি আবেদন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ-তে ভর্তির আবেদন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে বিবিএতে আবেদন প্রক্রিয়া চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর সকাল ১০ টায়। পরীক্ষার্থীকে সাড়ে ৯ টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
আবেদন করতে প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৫ থাকতে হবে। যারা ‘বিভাগ’ পদ্ধতিতে ফলাফল পেয়েছেন, তাদের প্রাপ্ত ফলকে পয়েন্টে রুপান্তর করতে হবে। এসএসসি/সমমান পরীক্ষায় ১ম বিভাগ ও ২য় বিভাগের ফলাফলের ক্ষেত্রে পয়েন্ট ধরা হবে যথাক্রমে  ৩.৫ ও ৩.০। এইচএসসি/সমমান-এর পরীক্ষার ক্ষেত্রে এ দুই বিভাগের জন্য পয়েন্ট ধরা হবে যথাক্রমে ৪.৫ ও ৪.০।
www.iba-du.edu সাইটে ফরমপূরণ করে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানা যাবে আইবিএ’র ওয়েবসাইটে।