আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে তালা


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ১, ২০১৩, ৩:৫১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৫ অপরাহ্ন / ১৩
আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে তালা

তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।
আজ (মঙ্গলবার) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে দাবি আদায়ে সেখানে শিক্ষক সমাবেশ করে শিক্ষকরা।
আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষকরা।
দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে নির্ধারণ এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন।

Rate this post