ব্রয়লার মুরগির দাম ২০২৩ [ডিমের দামও বেড়েছে]

এখন ব্রয়লার মুরগির দাম কত ২০২৩ – অনেকেই সর্বশেষ এই আপডেট মূল্য জানতে চাচ্ছেন। হঠাৎ করেই ব্রয়লার মুরগির (broiler chicken) দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ৩ দিন আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দামে। আর এখন সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ১৯০ টাকা দামে। বিক্রেতারা জানিয়েছে, খামার থেকে ব্রয়লার মুরগির সরবরাহ কমে গেছে। এদিকে খামারিরা জানিয়েছে, খাবারের দাম বাড়ায় সামনে এই মুরগির দাম আরো বাড়তে পারে।

মুরগির পাশাপাশি লাফ দিয়েছে ডিমের দামও। লাল ডিমের ডজন ২ সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে ১৫ টাকার মত।

কারওয়ান বাজারের কয়েক জন ব্যবসায়ী জানিয়েছেন, সব কিছুর দামই স্বাভাবিক দামের চেয়ে বেশি। এরপর আবার রমজান মাসকে সামনে রেখে সিন্ডিকেটগুলো পণ্যের দাম বাড়াচ্ছে। ছোলা-ডাল এসবের দাম বাড়াল, মাঝে মসলা-মরিচের দাম এরইমধ্যে বেড়েছে। এখন আবার ব্রয়লার মুরগি, মাংস, ডিম ইত্যাদির দাম বেড়েছে।

এক পাইকারি মুরগির ব্যবসায়ী জানিয়েছেন, ব্রয়লার মুরগির বাচ্চা, খাবার, ওষুধ সবকিছুর দামই এখন বেশি। তাই খামারিরা শেডে মুরগির বাচ্চা তুলছে না। এ কারণে বাজারে মুরগির পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় সংকট তৈরি হয়েছে এবং ব্রয়লার মুরগির দাম বাড়ছে।

পোল্ট্রির ডিম, ব্রয়লার মুরগির দাম ও একদিনের বাচ্চার পাইকারি দাম ২০২৩

পোল্ট্রির ডিম, মুরগি ও একদিনের বাচ্চার পাইকারি দাম (৪-২-২০২৩) এখানে তুলে ধরা হলো এ দাম। আশপাশের বাজার যাচাই বাছাই করে নিজের পণ্য বিক্রি করতে হবে।

ইউনাইটেড এগ (সেল পয়েন্ট): লাল ডিম=১১.০০ (খুচরা) সাদা ডিম=১০.৫০ (খুচরা) ডাম্পিং মার্কেট- লাল(বাদামী) ডিম=১০.২৫ সাদা ডিম=৯.৭৫ টাকা।

গাজীপুর : লাল(বাদামী)ডিম=৯.৯৫ সাদা ডিম=৯.৪৫ ব্রয়লার মুরগী=১৬৫/কেজি কালবার্ড লাল=২২০/কেজি কালবার্ড সাদা=১৯০/কেজি সোনালী মুরগী=২৩০/ কেজি বাচ্চার দর:- লেয়ার লাল=৪০-৪২ লেয়ার সাদা=৪৮-৫২ ব্রয়লার=৪৩-৪৪ টাকা। ডায়মন্ড- লাল(বাদামী) বড় ডিম= লাল(বাদামী) মাঝারি ডিম= টাকা।

  • চট্টগ্রাম :- লাল(বাদামী) ডিম=১০.৫০ সাদা ডিম= ব্রয়লার মুরগী=১৬৫/ কেজি কালবার্ড লাল=২৪০/কেজি সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল=৩৬-৪০ লেয়ার সাদা=৩৮-৪২ ব্রয়লার=৪৮-৫১ টাকা।
  • রাজশাহী :- লাল(বাদামী) ডিম=৯.৭০ সাদা ডিম=৯.২০ ব্রয়লার মুরগী =/কেজি সোনালী = কেজি 
  • খুলনা :- লাল(বাদামী) ডিম=১০.৩০ সাদা ডিম=টাকা।
  • বরিশাল :- লাল(বাদামী) ডিম=১০.১০ ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=২২০/কেজি সোনালী মুরগী=২৪০/কেজি বাচ্চার দর:- লেয়ার লাল =৪০ ব্রয়লার=৩৮-৪০ 

  • ময়মনসিংহ :- লাল(বাদামী) ডিম=১০.২০ ব্রয়লার মুরগী=১৬৫ কেজি সোনালী মুরগী=২৪০ কেজি টাকা।
  • সিলেট = লাল(বাদামী)ডিম=১০.৭০ সাদা ডিম=১০.৬০ ব্রয়লার মুরগী=১৭০ কেজি বাচ্চার দর:- লেয়ার লাল =৩০-৩৫ লেয়ার সাদা = ব্রয়লার =৪০-৪২ টাকা।

  • রংপুর :- লাল(বাদামী) ডিম=১০.০০ কাজী(রংপুর):- লাল(বাদামী) ডিম=১০.৫১, বাচ্চার দর:- লেয়ার লাল= ব্রয়লার= হাইব্রিড সুপার=৩৬ সোনালী হাইব্রিড=৩৩ টাকা।
  • বগুড়া : লাল(বাদামী)ডিম=১০.০৫ ব্রয়লার মুরগী=১৫০/কেজি সোনালী মুরগী =২৩৫/কেজি, কাজী (বগুড়া):- লাল(বাদামী) ডিম=১০.০৩ টাকা বাচ্চার দর:- লেয়ার লাল=, ব্রয়লার=, হাইব্রিড সুপার=৩৬, সোনালী হাইব্রিড =৩৩  টাকা।
  • টাংগাইল :–লাল(বাদামী) ডিম=১০.০০ সাদা ডিম= ব্রয়লার মুরগী=১৭০কেজি সোনালী মুরগী=/কেজি 
  • কিশোরগঞ্জ :- লাল(বাদামী) ডিম=১০.১০ ব্রয়লার মুরগী=/কেজি 
  • নরসিংদী :- লাল(বাদামী) ডিম=১০.১০ 

  • সিরাজগঞ্জ :- লাল(বাদামী) ডিম=১০.০০ ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=২৩০/কেজি সোনালী মুরগী=২৩০ কেজি টাকা।
  • ফরিদপুর :- লাল(বাদামী) ডিম=১০.২০ কাজী(ফরিদপুর) :- লাল(বাদামী) ডিম=১০.৪১ ব্রয়লার মুরগী=১৫০/কেজি লেয়ার মুরগী=২১৫/কেজি সোনালী মুরগী=২২৫/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল= ব্রয়লার= হাইব্রিড সুপার=৩৬ সোনালী হাইব্রিড =৩৩ 
  • পাবনা :- লাল(বাদামী)ডিম=৯.৫০ সাদা ডিম=৯.২০ টাকা।
  • নোয়াখালী :- লাল(বাদামী)ডিম=১০.২০ ব্রয়লার মুরগী=১৫০/কেজি কালবার্ড লাল=২৩০/কেজি সোনালী মুরগী=২২৫ কেজি বাচ্চার দর:– লেয়ার লাল = লেয়ার সাদা = ব্রয়লার =৪৪ টাকা।
  • পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল(বাদামী) ডিম=৯.৩০ সাদা ডিম=৯.০০ ব্রয়লার মুরগী =/কেজি 

  • যশোর :- লাল(বাদামী) ডিম=১০.৪০ টাকা।
  • চুয়াডাঙ্গা :- লাল(বাদামী ডিম)=১০.১০ টাকা।
  • কুমিল্লা :- লাল (বাদামী) ডিম=৯.৭০ সাদা ডিম=৯.৩০ ব্রয়লার মুরগী=/ কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি লক্ষীপুর:- লাল(বাদামী)ডিম=১০.১০ টাকা।
  • কক্সবাজার :– লাল (বাদামী) ডিম=৯.৮০ সাদা ডিম=৯.৬০ ব্রয়লার মুরগী =/কেজি সোনালী মুরগী =/কেজি

ট্যাগ :

  • আজকের ব্রয়লার মুরগির দাম ২০২৩
  • আজকে ব্রয়লার মুরগির দাম কত
  • আজকের পল্টি মুরগির দাম কত
  • ব্রয়লার মুরগির দাম ঢাকা
  • আজকের মুরগির বাজার দর 2023
  • আজকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত
  • ব্রয়লার মুরগির দাম চট্টগ্রাম ২০২৩
  • আজকের কক মুরগির দাম ২০২৩

3.7/5 - (6 votes)

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page