আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ : ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে (এএফএমসি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার (লিখিত) ফলাফল প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এএফএমসি’র ওয়েবসাইটে- www.afmcbd.com
জানা গেছে, ৩০৯ জন প্রার্থীকে এএমসি ও ১৫৫ জনকে এএফএমসি ক্যাডেট হিসাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে ১২ অক্টোবর (এএমসি) ও ১৪ অক্টোবর (এএফএমসি) সকাল ৮টায়।
লিখিত পরীক্ষা ফলাফল ডাউনলোড করুন এই লিংক থেকে-
http://www.afmcbd.com/download/result_afmc_%201st_year_mbbs_admission_written_test_2014-15.pdf