আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি

২০১৫-১৬ শিক্ষাবর্ষে আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন করতে হবে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে।
লিখিত পরীক্ষা হবে ১৬ অক্টোবর ২০১৫ তারিখ সকাল ১০টায়।
আবেদন ফি ধরা হয়েছে ৭৫০টাকা।
যোগ্যতা : আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ ৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি-তে পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৪ থাকতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর সেনানিবাসে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ-এ ভর্তি হওয়ার সুযোগ পাবে।
ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ-এর সাইটের লিংকে-
www.afmcbd.com/download/AdmissionAdvertisementOfArmyMedicalCollegeSession2015-2016.pdf
প্রসপেক্টাস বা ভর্তি নির্দেশনা পাওয়া যাবে এই লিংকে-
www.afmcbd.com/download/ProspectusOfArmyMedicalCollegeSession-2015-2016.pdf
অনলাইনে আবেদন করতে হবে এই লিংক থেকে-
http://amc.teletalk.com.bd/