আশুরা কবে ২০২৩ | মহরম বা আশুরার ছুটি কত তারিখে, রোজা কয়টি, তাৎপর্য ও ফজিলত

আশুরা কবে ২০২৩ এবং মহরম বা আশুরার ছুটি কত তারিখে, রোজা কয়টি, তাৎপর্য ও ফজিলত – এ ব্যাপারে এই পোস্টে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আশুরা পালিত হবে ২৯ জুলাই ২০২৩ (শনিবার)।

বাংলাদেশে চাঁদ দেখা না যাওয়ায় ২০ জুলাই ২০২৩ তারিখ থেকে মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৫ হিজরি শুরু হবে।

আশুরা কবে ২০২৩

তাই ২৯ জুলাই ২০২৩ (১০ মহররম) বাংলাদেশ ও আশেপাশের দেশে পবিত্র আশুরা পালিত হবে। ১৮ জুলাই ২০২৩ তারিখ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৯ জুলাই ২০২৩ তারিখে জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৫ হিজরি শুরু হবে। আগামী ২৯ জুলাই ২০২৩ তারিখে বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বিভিন্ন দেশে শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।

আশুরার ছুটি কত তারিখে ২০২৩

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন (২৯ জুলাই ২০২৩, শনিবার) দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

আশুরা কি

আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন যে সময়ে বান্দা অধিক ইবাদত ও ভালো কাজ করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। অতীতে ঘটে যাওয়া ছোট-বড় গুনাহসমূহ মার্জনা করানোর সুবর্ণ সুযোগ বটে। এই বরকতময় সময়ের মধ্য থেকে একটি হচ্ছে, ‘মহররম ও আশুরা’।

আশুরা কারবালার যুদ্ধে হোসাইন ইবনে আলী ও তার পরিবারের সদস্যদের শাহাদাতকে চিহ্নিত করে।

আশুরার তাৎপর্য ও ফজিলত

  • তাৎপর্য : এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। ইতিহাসের বহু স্মরণীয় ঘটনা ঘটেছে এই দিনে। ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? (তোমরা এ দিনে রোজা রাখো কেন?) তারা বলল, এ অতি উত্তম দিন, এ দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেন, ফলে এ দিনে মুসা (আ.) রোজা রাখেন। আল্লাহর রাসুল (সা.) বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী, এরপর তিনি এ দিনে রোজা রাখেন এবং রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ বুখারি, হাদিস : ২০০৪)
  • ফজিলত : এই বিশেষ দিনের কিছু ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিসের মাঝে তা বর্ণিত হয়েছে। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, আল্লাহর নিকট আমি আশা পোষণ করি যে, তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের (গুনাহ) ক্ষমা করে দেবেন। (জামে তিরমিজি, হাদিস : ৭৫২)।

ইবনে আব্বাস (রা.) বলেন, এ দিন ব্যতীত রাসুলুল্লাহ (সা.) কোনো মাসকে এ মাসের (রমজান) তুলনায় শ্রেষ্ঠ মনে করে রোজা রেখেছেন আমার জানা নেই। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৫২)

আশুরার রোজা কয়টি

রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব না মুস্তাহাব ছিল এ ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর এ দিন রোজা রাখা মুস্তাহাব। হজরত আয়েশা (রা.) বলেন, (জাহেলি সমাজে) লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। এ দিন কাবায় গিলাফ জড়ানো হতো। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, যে এ দিন রোজা রাখতে চায় সে রাখুক। যে না চায় না রাখুক। (সহিহ বুখারি, হাদিস : ১৫৯২)

এই হাদিস থেকে বোঝা যায়, রমজানের রোজা ফরজ হওয়ার পর এ দিন রোজা রাখা মুস্তাহাব।

আশুরার রোজা কত তারিখে

মহানবী (সা.) ১০ মহররমের সঙ্গে ৯ বা ১১ মহররম মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ৯ তারিখে রাখতে পারলে ভালো। কারণ হাদিসে ৯ তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল! এ দিনকে তো ইহুদি-নাসারারা সম্মান করে? তখন নবীজি এ কথা শুনে বললেন, ইনশাআল্লাহ, আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখব। বর্ণনাকারী বললেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকাল হয়ে যায়। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৫৬)

এ জন্য ইবনে আব্বাস (রা.) বলতেন, তোমরা ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখো এবং ইয়াহুদিদের বিরোধিতা করো। (জামে তিরমিজি, হাদিস : ৭৫৫)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ

তারিখদিনছুটির
21 ফেব্রুয়ারি ২০২৩মঙ্গলবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
8 মার্চ ২০২৩বুধবারশব-ই-বরাত
17 মার্চ ২০২৩শুক্রবারজাতির পিতার জন্মবার্ষিকী
26 মার্চ ২০২৩রবিবারস্বাধীনতা দিবস
14 এপ্রিল ২০২৩শুক্রবারপহেলা বৈশাখ
18 এপ্রিল ২০২৩মঙ্গলবারশব-ই-কদর
21 এপ্রিল ২০২৩শুক্রবারজুমাতুল বিদা
21 এপ্রিল ২০২৩শুক্রবারঈদুল ফিতর
22 এপ্রিল ২০২৩শনিবারঈদুল ফিতর
23 এপ্রিল ২০২৩রবিবারঈদুল ফিতর
1 মে ২০২৩সোমবারমে দিবস
5 মে ২০২৩শুক্রবারবুদ্ধ পূর্ণিমা
28 জুন ২০২৩বুধবারঈদুল আযহা
29 জুন ২০২৩বৃহস্পতিবারঈদুল আযহা
30 জুন ২০২৩শুক্রবারঈদুল আযহা
29 জুলাই ২০২৩শনিবারআশুরা
15 অগাস্ট ২০২৩মঙ্গলবারজাতীয় শোক দিবস
6 সেপ্টেম্বর ২০২৩বুধবারশুভ জন্মাষ্টমী
28 সেপ্টেম্বর ২০২৩বৃহস্পতিবারঈদে মিলাদুন্নবী
24 অক্টোবর ২০২৩মঙ্গলবারবিজয়া দশমী
16 ডিসেম্বর ২০২৩শনিবারবিজয় দিবস
25 ডিসেম্বর ২০২৩সোমবারবড়দিন
Government holidays 2023 Bangladesh

সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার

সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার বাংলাদেশ pdf - Government holidays 2022 in Bangladesh pdf
Government holidays 2022 in Bangladesh (1)

govt holiday 2023 2
Government holidays 2022 in Bangladesh (2)

govt holiday 2023 3
Government holidays 2022 in Bangladesh (3)

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা pdf

4.7/5 - (3 votes)

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page