ইংরেজিতে শ্রবণ ও মৌখিক পরীক্ষা চালু হচ্ছে

আগামীতে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে শ্রবণ ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। দক্ষতা মূল্যায়নের এ পরীক্ষায় শ্রবণে ১০ ও মৌখিকে ১০ করে মোট ২০ নম্বর থাকবে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য দেওয়া হয়।
নতুন শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে। তবে আগামী ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে এটি কার্যকর হবে না।
এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর দরকারি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।