স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ডাউনলোড ও পূরণের নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। উল্লেখ্য, দেশের সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র বা ইউনিক আইডি নম্বর সম্বলিত কার্ড দেয়া হবে। শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইউনিক আইডির জন্য শিক্ষার্থীদের নিজেদের পরিচিতিমূলক তথ্য নির্ধারিত ফরমে পূরণ করে জমা দিতে হবে। নিচে ৪ পৃষ্ঠার ফরম দেয়া আছে।
স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি তৈরির কার্যক্রম এই বছর (২০২২) আবার শুরু হয়েছে। ১৭ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ইউনিক আইডির সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। এতে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষা সংক্রান্ত সব তথ্য থাকবে।
অনলাইন থেকে ডাউনলোডকৃত শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম যথাযথ নিয়ম অনুসরণ করে শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় পূরণ করতে হবে। ফরম পূরণ করার সময় অবশ্যই শিক্ষার্থীদের পিতা/মাতা জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুসরণ করে তথ্যাদি পূরণ করা লাগবে।
এক নজরে স্টুডেন্ট ইউনিক আইডি কার্ড
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিশু শ্রেণির (৫ বছর) থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির (১৭ বছর বয়স) পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে এই ইউনিক আইডি। এই আইডিতে ১০ সংখ্যা বা ১৬ সংখ্যার শনাক্তকরণ নম্বর থাকবে এবং এসব তথ্য পরবর্তীতে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর থেকে জাতীয় পরিচয়পত্র তৈরিতে আর আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হবে না।
ইউনিক আইডি কার্ডে একজন শিক্ষার্থীকে ১৫ ধরনের তথ্য দিতে হবে। এর মধ্যে শিক্ষার্থীর নাম বাংলা ও ইংরেজিতে, জন্মনিবন্ধন, জন্ম তারিখ, জন্মস্থান,লিঙ্গ, জাতীয়তা, ধর্ম, অধ্যয়নরত শ্রেণি, শ্রেণির রোল নম্বর, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধী (প্রযোজ্য হলে), রক্তের গ্রুপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কি না, ইংরেজিতে মা ও বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল, পেশাসহ জীবিত না মৃত তাও উল্লেখ করতে হবে। পিতা, মাতা অভিভাবক না হলে অভিভাবকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক ও উল্লেখ করতে।
ইউনিক আইডি ফরম পূরণে যেসব কাগজপত্র দরকার হবে
- ১. শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয়);
- ২. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ (Birth Registration Certificate) এর অনুলিপি;
- ৩. শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;
- ৪. শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি(যদি থাকে);
ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম ও নির্দেশনা
শিক্ষার্থীরা তাদের ইউনিক আইডি সংগ্রহের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে ফরমটি পূরণ করতে হবে। সেগুলো নিচে আলোচনা করা হল-
- ১. শিক্ষার্থীদের মৌলিক তথ্য প্রদান: শিক্ষার্থীরা তাদের ইউনিক আইডি ফরমে তাদের মৌলিক তথ্যাদি যেমন- নাম ও জন্ম তারিখ অবশ্যই তাদের অনলাইন জন্ম নিবন্ধন অনুসরণ করে প্রদান করতে হবে। কারো যদি অনলাইন জন্ম নিবন্ধন না থাকে তাহলে অবশ্যই রেজিষ্টারের কার্যালয় থেকে দ্রুততম সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংশোধন করে নিতে হবে। যা অনলাইন জন্ম নিবন্ধন পোর্টালে থাকবে।
- ২. পিতা ও মাতার তথ্য প্রদান : শিক্ষার্থীদের পিতা ও মাতার তথ্য অবশ্যই পিতা ও মাতার জাতীয়পরিচয়পত্র অনুসরণ করে লিপিবদ্ধ করতে হবে। যদি কারও তথ্য পিতা মাতার আইডি কার্ডের সাথে না মেলে তাহলে তা সংশ্লিষ্ট কার্যালয় থেকে সংশোধন করে নিতে হবে।
- ৩. শিক্ষা ও অন্যান্য তথ্যাদি : যথাযথ সতর্কতা অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের পূর্বর্বতী ও বর্তমান শিক্ষাগত তথ্য প্রদান করবেন। শ্রেণি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান তা দেখে সত্যায়ন করবেন।
ইউনিক আইডি ফরম ডাউনলোড / Student’s Unique ID Form Pdf Download
Student’s Unique ID Form Pdf Download link :
স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি ফরম / School Student’s Unique ID Form Pdf (৪ পৃষ্ঠা)




আরো পড়ুন >> ইউনিক আইডি কার্ড কি, এর জন্য কি কি লাগবে
MD. Ajgor hossain
অনেক উপকৃত হলাম । এবং সুন্দর ও সাবলীল ভাষা ছিল
আমি দশম শ্রেণির ছাত্রী। আমার বাবার NID কার্ডে তাঁর নাম ভুল এসেছে। এখন আমি কি করব?
আপনাকে সংশোধন করতে হবে অবশ্যই
Vai hate likte hbe na online e puron korte hbe?
ভাই, আমারো একই সমস্যা।এখন আমি চাচ্ছি বাবার আইডি কার্ডে তার নাম চেঞ্জ করতে।কিন্তু তিনি মৃত।
আবার যদি এটা না করে আমার কাগজ বাবার আইডি অনুযায়ী ঠিক করি,তবে আমার অন্যান্য ভাই বোনের এমনকি মায়ের সকল কাগজ পত্র টিক করতে হবে।
এখন আমি কিভাবে বাবার আইডি কার্ডে বাবার নাম চেঞ্জ করব?
আমি আলিম পরীক্ষার্থী আমার NID হয়েছে এখন কি আমার ইউনিক আইডি করা লাগবে?
আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমার NID Card হয়ে গেছে।এখন আমার ও কি ইউনিক আইডি কার্ড এর ফরম পূরণ করতে হবে?
আমার বাবার জাতীয় পরিচয় পত্রের নামের সাথে আমার সার্টিফিকেটের নামের মিল নেই। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এখন সার্টিফিকেট সংশোধনের ও তো সুযোগ নেই। সংশোধন না করলে কি কোনো সমস্যা হবে??
তাহলে সারটিফিকেট টিক করুন আগে
কারন এটা টিক করা সহজ আইডি কাড থেকে
আমাদের ছবি স্কুল থেকে তুলছে আর অনেক খারাপ ভাবে ছবি তুলছে।।।আচ্ছা আমি কী চাইলে পরে ছবি চেইঞ্জ করতে পারব।।। প্লিজ জানাবেন কারণ ছবি অনেক খারাপ হয়েছে।।
আমাদের ছবি স্কুল থেকে তুলছে আর অনেক খারাপ ভাবে ছবি তুলছে।।।আচ্ছা আমি কী চাইলে পরে ছবি চেইঞ্জ করতে পারব।।। প্লিজ জানাবেন কারণ ছবি অনেক খারাপ হয়েছে।।
যে শিক্ষার্থীর দাদা-দাদী,নানা-নানী আইডি কার্ড প্রথা চালু হওয়ার আগেই মৃত্যু হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে?
এ ক্ষেত্রে কি করা যায়?
সে ক্ষেত্রে ওসবের প্র্যোজন হবে না ।
আমাদের ছবি স্কুল থেকে তুলছে আর অনেক খারাপ ভাবে ছবি তুলছে।।।আচ্ছা আমি কী চাইলে পরে ছবি চেইঞ্জ করতে পারব।।। প্লিজ জানাবেন কারণ ছবি অনেক খারাপ হয়েছে!!!
জানালে অনেক উপকৃত হতাম 🥰
যেসব শিক্ষার্থীদের পিতা প্রবাসী এবং সে কারণে জাতীয় পরিচয়পত্র নেই, সেক্ষেত্রে কি করা যাবে?
প্রতিবন্ধিতা উল্যেখ করলে কি তা আইডি কার্ডেও উল্লেখ হবে?
আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে দিয়েছি। এখন কি আমি ইউনি ফরম পূরণ করতে পারব।
ভাই, NID নম্বর তো ১৩টি, তো এখানে ১৭টি কেন খালি ঘর রয়েছে? এখানে কি ১৩টি নম্বর লিখলে হবে? উত্তর জানাবেন প্লিজ।
Ji, hobe.
ছবির ব্যাকগ্রাউন্ড নীল কালার হলে চলবে কি?
ইউনিক আইডি পূরণে সর্বশেষ ১৬/০১/২২ তারিখের যে নোটিশটি আছে তা আমার মেইলে পাঠিয়ে দিলে উপকৃত হবো।
আমার ইউনিক আইডি ফরম পুরণ করবো
ইউনিক আইডি কার্ড এর জন্য কি কান দেখিয়ে ছবি তুলতে হবে?
মাশাল্লাহ ভাই। ভালো লিখেছেন। উপকৃত হলাম।
My children birth certificate online OK but school online ck
Kevaba solve hoba. Janala upokito hotam
আমার জন্ম নিবন্ধন তো অনলাইন এ করা নেই। তো আমার ইউনিক আইডি কি হবে?
আমার পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ নেই। এখন আমি কি করব?
অনেক সুন্দর পরিকল্পনা ,তবে আমার দেশের জন্ম সনদে যে হয়রানী তা বলার মত না। আমার প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রীর জন্ম নিবন্ধন ডিজিটাল করতে পারে নাই এখন আমরা কি করব।জানালে উপকার হবে।
আমার ছেলের পূর্বের জন্মনিবন্ধন(যা শুধু বাংলায় অনলাইন করা ছিলে) দিয়ে ইউনিক আইডি করিয়েছি।এখনো কার্ড পাইনি।আর এখন আমি আমার ছেলের জন্মনিবন্ধন নতুন করে করতে দিয়েছি বাংলা এবং ইংরেজীর জন্য এবং সাথে তার নামও সংশোধনে দিয়েছি।এখন কি তার নতুন জন্মনিবন্ধন দিয়ে ইউনিক আইডিতে নাম সংশোধন করা সম্ভব হবে?