অবশেষে মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা ফেরত দেয়ার ব্যাপারে সব অপারেটর সম্মত হয়েছে। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন কিছু নিয়মের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
Advertisement
Advertisement
নতুন এই নিয়ম বা নির্দেশনা ১ মার্চ ২০২২ তারিখ থেকে কার্যকর হবে।
Advertisement
বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মে অনুযায়ী– কোনো গ্রাহকের ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরও যদি সেখানে অব্যবহৃত বাটা থেকে যায় এবং ওই গ্রাহক পরবর্তীতে যদি কোনো ডাটা প্যাকেজ কিনেন, তাহলে নতুন কেনা ডাটার সঙ্গে আগের কেনা ডাটার অবশিষ্ট বা অব্যবহৃত ডাটা যোগ হবে।
Advertisement
Advertisement
এই ক্ষেত্রে গ্রাহকের আগের প্যাকেজ ও পরের প্যাকেজ একই হতে হবে, এমন কোনো শর্ত নেই; ভিন্ন ভিন্ন প্যাকেজ হলেও অব্যবহৃত ডাটা ফেরত পাওয়া যাবে।
Advertisement
বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হওয়ার নিয়মটি হলো, অব্যবহৃত ডেটা যোগ করতে হলে গ্রাহককে একই পরিমাণ ডেটার প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার আগেই কিনতে হবে। ধরা যাক, একজন গ্রাহক ৭ দিন মেয়াদের ১ গিগাবাইটের কোনো প্যাকেজ কিনলেন, তাহলে এই সাত দিন শেষ হওয়ার আগে তাঁদের আবার ১ গিগাবাইটের প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন—যেকোনো মেয়াদে হতে পারে।
Advertisement
- Advertisement -
এত দিন প্যাকেজের হিসাবটি হতো মেয়াদ ধরে। যদি কেউ তিন দিন মেয়াদি প্যাকেজ শেষ হওয়ার আগে আবার তিন দিন মেয়াদি প্যাকেজ কিনতেন, তাহলে অব্যবহৃত ডেটা যোগ হতো।
- Advertisement -
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।