আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ এবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ১০ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। সরাসরি কিংবা অনলাইনে বসে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বাস্তবায়ন করবে বেসিস স্টুডেন্টস ফোরাম। ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় আর্থ, আউটার স্পেস, হিউম্যান, রোবোটিক্সসহ ডজনখানেক সমস্যার সমাধান করবেন ডেভেলপার, ইঞ্জিনিয়ার, ডিজাইনারসহ বিভিন্ন পেশার অংশগ্রহণকারীরা।
প্রতিযোগিতায় নির্বাচিতদের সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ পর্বে নির্বাচিত ৪টি দল নিউ ইয়র্কে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই লিংক থেকে- http://bit.ly/1GKxQN8
বিস্তারিত : https://2015.spaceappschallenge.org
‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ এবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site