ইবি: অপেক্ষমানদের ভর্তি প্রক্রিয়া শনিবার শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে শনিবার। বৃহস্পতিবার ইবি সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষে শেষে ২২টি বিভাগে ৩০২টি আসন খালি আছে। অপেক্ষামান তালিকা থেকে এসব আসনে ভর্তির কার্যক্রম শুরু হবে শনিবার (৩০ মার্চ) থেকে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, “এ” ইউনিট ভূক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভগে ১টি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের ২৫টি; “বি” ইউনিট ভূক্ত বাংলা বিভাগে ১০টি, ইংরেজী বিভাগে ১১টি, ইতিহাস বিভাগে ১৬টি ও আরবী ভাষা ও সাহিত্য ভাষা বিভাগে ৭৬টি; “সি” ইউনিট ভূক্ত অর্থনীতি বিভাগে ১০টি ও রাষ্ট্রনীতি বিভাগের ৩২টি; “ডি” ইউনিট ভূক্ত ফলিত রসয়ন ও রাসায়ানিক প্রযুক্তি বিভাগে ২টি, বায়োটেকনোলজি আ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৪টি, ফলিত ও খাদ্যপুষ্টি প্রযুক্তি বিভাগে ১০টি; “ই” ইউনিট ভূক্ত কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি, ফলিত পদার্থ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশনইঞ্জিনিয়ারিং বিভাগের ১টি; “এফ” ইউনিট ভূক্ত গণিত বিভাগে ৩টি, পরিসংখ্যাণ বিভাগে ১৯টি; “জি” ইউনিট ভূক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধিতি বিভাগে ৫টি ব্যবস্থাপনা ১০টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকি“ বিভাগে ১টি; “এইচ” ইউনিট ভূক্ত আইন ও মুসলিম বিধান বিভাগে ২২টি ও আল-ফিকহ বিভাগে ২২টি আসন খালি আছে।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানা যাবে ইবি’র ওয়েবসাইটে- www.iu. ac.bd ।