ইবি: ‘এইচ’ ইউনিটের সাক্ষাৎকার ৩ এপ্রিল


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ১, ২০১৩, ৩:২২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন / ১৪
ইবি:  ‘এইচ’ ইউনিটের সাক্ষাৎকার ৩ এপ্রিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অপেক্ষমান মেধা তালিকার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইবি সূত্র জানায়, আইন ও শরীয়াহ্ অনুষদে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল সকাল ১০টা থেকে।
সাক্ষাৎকর অনুষ্ঠিত হবে দুই শিফবে। আইন ও মুসলিম বিধান বিভাগের ১ম শিফটে অপেক্ষমান মেধা তালিকার ৫২-১০২ ও ২য় শিফটে ৩০-৫৮ ক্রমিকের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেয়া হবে। আল-ফিকহ বিভাগের ১ম শিফটে অপেক্ষমান মেধা তালিকার ৩৯-৭৬ ও ২য় শিফটে ২৩-৪৪ ক্রমিকের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেয়া হবে।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি/দাখিল ও আলীম/সমতুল্য পরীক্ষার মূল সনদপত্র, নন্বরপত্র এবং দুইকপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। চূড়ান্তভাবে নির্বচিত শিক্ষার্থীদের ৩ ও ৪ এপ্রিলের মধ্যে নিজ নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহপূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪ এপ্রিলের পরও আসন খালি থাকলে ৬ এপ্রিল অপেক্ষমানদের মধ্য থেকে নিয়মানুযায়ী সাক্ষাৎকার নেয়া হবে।

Rate this post