ইবি : ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি (শনিবার) থেকে। ৪টি শিফটের মাধ্যমে ৮টি ইউনিটের এই পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত। ইবি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফে
সর ড. আব্দুল হাকিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভর্তি পরীক্ষার প্রথম দিন দ্বিতীয় শিফটে ‘এ’ ইউনিটভূক্ত আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস
এন্ড ইসলামিক স্
টাডিজ এবং দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ২৪০ আসনের বিপরীতে
৪,৫২৪ টি আবেদনপত্র জমা পড়েছে। তৃতীয় ও চতুর্থ শিফটে মাধ্যমে ‘এইচ’ ইউনিটভূক্ত আইন ও মুসলিম বিধান এবং আল-ফিকহ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৯,৪২৮ টি আবেদনপত্র জমা পড়েছে।
পরীক্ষার হল রুমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুই কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এইচএসসি/সমমান পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবে
শপত্রের মূল কপি অবশ্যই সাথে আনতে বলা হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও দরকারি তথ্য পাওয়া যাবে এই ওয়েব লিংকে- www.iubd.net/index.php/Admi
ssion ।
=============
NOTICE:
First Year Admission Test (2012-2013) will start on 23rd Feb 2013. Detailed schedule is now available.
FIRST YEAR ADMISSION TEST SCHEDULE: 2012-2013
DATE AND DAY |
THE UNITS |
|||
BEFORE NOON |
AFTERNOON |
|||
First Shift9:30AM – 10:30AM |
Second Shift11:30AM – 12:30PM |
Third Shift2:00PM – 3:00PM |
Fourth Shift4:00PM – 5:00PM |
|
23-02-2013SATURDAY |
… |
A-UNIT |
H-UnitRoll No. H-00001 to H-06025 |
H-UnitRoll No. H-06026 to REST |
24-02-2013SUNDAY |
B-UnitRoll No. B-00001 to B-06025 |
B-UnitRoll No. B-06026 to B-12050 |
B-UnitRoll No. B-12051 to B-18075 |
B-UnitRoll No. B-18076 to REST |
25-02-2013MONDAY |
C-UnitRoll No. C-00001 to C-06025 |
C-UnitRoll No. C-06026 to C-12050 |
C-UnitRoll No. C-12051 to REST |
F-Unit |
26-02-2013TUESDAY |
D-UnitRoll No. D-00001 to D-06025 |
D-UnitRoll No. D-06026 to REST |
E-UnitRoll No. E-00001 to E-06025 |
E-UnitRoll No. E-06026 to REST |
27-02-2013WEDNESDAY |
G-UnitRoll No. G-00001 to G-06025 |
G-UnitRoll No. G-06026 to G-12050 |
G-UnitRoll No. G-12051 to REST |
… |