ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (সান্ধ্যকালীন) বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের ২০৪ নম্বর কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. মাখলুকুর রহমান, প্রফেসর ড. গিয়াস উদ্দিন, প্রফেসর ড. একেএম মতিনুর রহমান, প্রফেসর ড. রাকিবা ইয়াসমিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের তাদের কোর্সের ধারণা দেন বিভাগের শিক্ষক জুলফিকার হোসাইন। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24