ইবি: ৮ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা শুরু

ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে বন্ধ হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে রোববার। সোমবার  থেকে শুরু হবে ক্লাস ও পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  বহিরাগতদের আগমন নিষিদ্ধ, শিক্ষকদের ওপর হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রশিবিরের ব্যাপক সংঘর্ষের ঘটনায় রাতে সিন্ডিকেট সভায় এক থেকে সাত এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।
সোমবার ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়া হয়েছে। আবাসিক হলের শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে। কাল থেকে ক্লাস ও পরীক্ষা শুরু করা হবে।