ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় : ফাযিল অনার্স ভর্তি তথ্য
এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২১, ২০১৫, ২:৫৩ অপরাহ্ন / আপডেট: জুন ১০, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন / ১
অনুমতিপ্রাপ্ত ৩১ টি মাদরাসায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
প্রাথমিক আবেদন পত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ ২০ জানুয়ারী ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফাযিল অনার্সে ভর্তিচ্ছু সকল ছাত্র/ছাত্রীর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট মাদরাসা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd থেকে জানা যাবে।
অনুমতিপ্রাপ্ত / সংশ্লিষ্ট মাদরাসার নাম :
১. সরকারী মাদরাসা-ই-আলিয়া, ঢাকা ২. শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা, গাজীপুর ৩. দারম্নন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা ৪. কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, ঢাকা ৫. সরকারী আলিয়া মাদরাসা সিলেট, সিলেট ৬. জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম ৭. খুলনা কামিল মাদরাসা, খুলনা ৮. ঝালকাঠী এন.এস. কামিল মাদরাসা,ঝালকাঠী ৯. ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদরাসা,রংপুর ১০. তা’মীরম্নল মিলাত কামিল মাদরাসা, ঢাকা ১১. মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী ১২. নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, নওগঁা ১৩. হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জ ১৪. এন, আকন্দ কামিল মাদরাসা ,নেত্রকোনা ১৫. পাবনা কামিল মাদরাসা ,পাবনা ১৬. জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসা, জয়পুরহাট ১৭. ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা ,দিনাজপুর ১৮. রাঙ্গুনীয়া আলমশাহ&পাড়া কামিল মাদরাসা ,চট্টগ্রাম, ১৯.বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা ,সিলেট ২০. হযরত শাহ&জালাল দারম্নচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ,সিলেট ২১. কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম ২২.চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম, ২৩. দারম্নল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম, ২৪. ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম, ২৫. ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা,কক্সবাজার, ২৬. কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা,কক্সবাজার, ২৭. ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, চঁাদপুর, ২৮. কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসা, কুষ্টিয়া, ২৯. উলস্নাপাড়া কামিল মাদরাসা, সিরাজগঞ্জ, ৩০.চঁাপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ, ৩১. ছোবহানিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।
আপনার মতামত লিখুন: