কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে ১৯ থেকে ২৩ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-উপাচার্য শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, সময় স্বল্পতা ও তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে এক জরুরি বৈঠকে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review