বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত ২০১১ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ (২৮ সেপ্টেম্বর ২০১২)। সারাদেশে বাউবি’র আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারে এ ফলাফল পাওয়া যাবে। বাউবি’র ওয়েবসাইট ( http://bou.edu.bd ) থেকেও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
বাউবি’র এক বিজ্ঞিপ্ততে জানানো হয়, এ পরীক্ষায় পাসের গড় হার ৬৬ দশমিক ৫২ শতাংশ। ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এ পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ২৬ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ম বর্ষে ৭৬ হাজার ৬৫৭ ও দ্বিতীয় বর্ষে ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24