বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিবিএ কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। বাউবির ওয়েবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা এ কোর্সের জন্য আবেদন করতে পারবে। ভর্তীচ্ছুরা বাউবির আঞ্চলিক কেন্দ্র থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবে। জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফির রসিদ ও দরকারি কাগজসহ আবেদন জমা দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ মে। ফল প্রকাশ করা হবে বাউবির ওয়েবসাইট (www.bou.edu.bd) ও দৈনিক পত্রিকায়। আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তিপ্রক্রিয়ার বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে- www.bou.edu.bd/ academic-pdf/bba-admission-200312.pdf
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24