এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ : ২১৬৭ জনের ফল পরিবর্তন


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০১৩, ১০:৪৭ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১২ অপরাহ্ন / ১৮
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ : ২১৬৭ জনের ফল পরিবর্তন

মঙ্গলবার (১০ সেপ্টম্বর) রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করে ১০টি শিক্ষা বোর্ড। এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৮৫ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এবার দুই হাজার ১৬৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে এক হাজার ৩৭০ জন শিক্ষার্থী। বাকিদের জিপিএ পয়েন্ট বেড়েছে ।
জানা গেছে, ঢাকা বোর্ডে ৫২৬, দিনাজপুরে ৫০, সিলেটে ২৩, কুমিল্লায় ৭১, রাজশাহীতে ৭৫, যশোরে ৮৭, চট্টগ্রামে ৯০ ও বরিশাল বোর্ডে ২০ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ১৯৩ ও মাদ্রাসা বোর্ডে ৩২ শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ১৪৪, দিনাজপুরে ১১, সিলেটে পাঁচ, কুমিল্লায় ২৫, রাজশাহীতে ১২, যশোরে ১৭, চট্টগ্রামে ২২ ও বরিশাল বোর্ডে ১২ এবং কারিগরি বোর্ডে এক হাজার ১১১ ও মাদ্রাসা বোর্ডের ১১ শিক্ষার্থী আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষার ফলে পাস করেছে।
উল্লেখ্য, ৩ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়। যারা আশানুরূপ ফলাফল পায়নি, তারা টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে ৪ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছিল।

Rate this post