এইচএসসি'র ফল প্রকাশ, পাসের হার ৭৮.৩৩%
২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (১৩ আগস্ট) প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০,৬০২ জন।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে দুপুর ২টা থেকে।
এইচএসসি ফলাফলের দিক দিয়ে এবার ঢাকা বোর্ডের শীর্ষ ৫ কলেজ:
১। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
২। আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
৩। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
৪। ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা
৫। ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা
এদিকে, এবার এইচএসসি পরীক্ষায় দেশের ২৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়, লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন। মোট পরীক্ষার্থী ছিল ১১,৪১,৩৭৪ জন। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২,৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।