এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬৯.২০ শতাংশ
২০১৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
এ পরীক্ষায় গড় পাসের হার ৬৯.৬০ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪২,৮৯৪ জন। গত বছরের চেয়ে এবার গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুপুর ২টার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.educationboard.gov.bd) এবং মোবাইল ফোন থেকে এসএমএস করে ফলাফল জানা যাবে।
বিভিন্ন বোর্ডে পাসের হার:
চট্টগ্রাম : ৬৩.৪৯ শতাংশ, সিলেট : ৭৪.৫৭, যশোর : ৪৬.৪৫, রাজশাহী : ৭৭.৫৪, কুমিল্লা : ৫৯.৮০, বরিশাল : ৭০.০৬, দিনাজপুর : ৭০.৪৩, মাদ্রাসা : ৯০.১৯ এবং কারিগরি : ৮৫.৫৮ শতাংশ।
এসএমএস পাঠানোর নিয়ম:
HSC<স্পেস>বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল<স্পেস>বছর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : HSC DHA ROLL 2015
এসএমএস পদ্ধতির বিস্তারিত :
www.dropbox.com/s/phnalublfh88rwz/hsc-result-sms-2015.jpg?dl=0