এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৭ জুলাই


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ৮, ২০১৯, ১:৫৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন /
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৭ জুলাই

২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

১৭ জুলাই ২০১৯ তারিখ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়র পর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

১৭ জুলাই দুপুরে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল ২০১৯ তারিখে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

Rate this post