এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২ বিষয় বাদ


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০১৯, ১২:৫০ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২ বিষয় বাদ

এসএসসি ও এইচএসসি থেকে চারুকারু ও শারীরিক শিক্ষা বিষয় দুটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২০ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এই ২টি বিষয় ক্লাসে পড়ানো হবে, বিষয় দুটির মূল্যায়নও ক্লাসে হবে। কিন্তু পাবলিক পরীক্ষায় এ ২ বিষয়ে পরীক্ষা দিতে হবে না।

শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এমন আরো কয়েকটি বিষয়ের পরীক্ষা কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।

এ সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী ফেব্রুয়ারিতে আয়োজিত এসএসসি পরীক্ষায়ও এ দুটি বিষয়ের পরীক্ষা আর থাকছে না। এ দুটি বিষয় শিক্ষকদের মাধ্যমে মূল্যায়িত হয়ে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। নম্বরপত্রে সেসব নম্বর তুলে দেওয়া হবে। এতে পাস-ফেল বলে কিছু থাকবে না।

এদিকে, ২০২০ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আনা হচ্ছে। এর পরের বছর সপ্তম, পরে অষ্টম, নবম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক এক বছরের ব্যবধানে একটি স্তরের পরিবর্তন আনা হবে বলে জানা গেছে।

Rate this post