এইচএসসি পরীক্ষা শুরু


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ৩, ২০১৪, ১১:১২ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ১৩
এইচএসসি পরীক্ষা শুরু

আজ (বৃহস্পতিবার) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দুই হাজার ৩৫২টি কেন্দ্রে মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী নয় লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৯৭৭ জন। এছাড়াও, বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৫ জুন। ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

Rate this post