এইচএসসি প্রাইভেটে আবেদন ৪ অক্টোবরের মধ্যে

২০১৩ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদন করতে হবে ৪ অক্টোবর ২০১২ তারিখের মধ্যে। ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০০৯ অথবা এরও আগে এসএসসি/সমমান পাশ করা শিক্ষার্থীরা এ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। পরীক্ষায় নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এ লিংক থেকে-  http://www.dhakaeducationboard.gov.bd/?p=3931
ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি-তে প্রাইভেট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে- এমন কলেজগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
# সরকারি কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা।
# সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
# সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
# সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা।
# সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা।
# সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ।
# সরকারি হরিগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ।
# সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।
# সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর।
# সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী।
# সরকারি নেত্রকোনা কলেজ, নেত্রকোনা।
# সরকারি মুমিমুন্নিসা মহিলা কলেজ, ময়মনসিংহ।
# নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ।
# সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ।
# সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
# সরকারি শেরপুর কলেজ, শেরপুর।
# সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল।
# নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল।
# সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর।
# সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর।
# সরকারি নাজিম উদ্দিন কলেজ, মাদারীপুর।
# সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী।
# সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
# শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি।