২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারো বাড়ালো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০০টাকা জরিমানা বা বিলম্ব ফি-সহ ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ২৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে। এর পর আর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
আজ (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেয়া হবে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪০০টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে। আর বিলম্ব ফি বাবাদ শিক্ষার্থীদের ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।