এইচএসসি ফল ২০২০ প্রকাশিত হয়েছে। ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে পাশ করানো হয়েছে, তবে মূল্যায়নের ভিত্তিতে একেক জনের জিপিএ একেক রকম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
এইচএসসি ফল শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানা যাবে।
৩০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০.৩০টায় দাপ্তরিকভাবে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর সকাল ১১টায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পরে পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মূল্যায়নের মাধ্যমে এসব পরীক্ষার্থীদের ফলাফল দেয়ার বা অটো পাশের সিদ্ধান্ত নেয়া হয়। গত ডিসেম্বরে এই ফলাফল হওয়ার কথা থাকলেও অবশেষে আজ প্রকাশ হলো।
এইচএসসি ফলাফল ২০২০ বা জিপিএ যেভাবে জানা যাবে :
