এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন (২)


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৫, ১:০৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন /
এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন (২)

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
নমুনা প্রশ্ন (২)
১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো ৫টি নিয়ম লেখো। ৫
অথবা
(খ) যেকোনো ৫টি শব্দের উচ্চারণ লেখো :
অলি, কাজল, দৈব, এখন, অতঃপর, নদী, ক্ষমা, গদ্য
২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের ৫টি নিয়ম লেখো। ৫
অথবা
(খ) যেকোনো ৫টি শব্দের বানান শুদ্ধ করো :
পরিপক্কতা, প্রতীদ্বন্দ্বিতা, আকাংখা, নূন্যতম, কীত্তিবাদ, পুরস্কার, বুদ্ধিজিবী, কৃতদাস
৩। (ক) উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা করো। ৫
অথবা
(খ) নিচের অনুচ্ছেদ থেকে ৫টি বিশেষণ নির্বাচন করো :
রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পান। সারা বিশ্বের বিদগ্ধজন যেমন আইনস্টাইন, ইয়েটস প্রমুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার ইতালির মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন ব্যঙ্গচিত্র।
৪। (ক) ‘উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে’ – আলোচনা করো। ৫
অথবা
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো : (যেকোনো ৫টি)
পুষ্টিকর, তিরত্ন, পথে-ঘাটে, নীলাকাশ, বদমেজাজি, চাঁদমুখ, কানাকানি, সচিত্র।
৫। (ক) বাক্য কাকে বলে? অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণ লেখো। ৫
অথবা
(খ) বাক্যান্তর করো : (যেকোনো ৫টি)
(i) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
(ii) যেই না বাইরে বের হলাম, অমনি বৃষ্টি শুরু হলো। (সরল)
(iii) তার চাকরিটা হয়ে যাবে। (সন্দেহদ্যোতক)
(iv) সে আজ বাড়ি যাবে না। (প্রশ্নসূচক)
(v) আমি তোমার সফলতা কামনা করি। (প্রার্থনাসূচক)
(vi) যিনি এইমাত্র এলেন তিনি একজন অধ্যাপক। (সরল)
(vii) সুন্দর গল্পটি ভোলা যায় না। (কার্যকারণাত্মক)
(viii) সে আজ কলেজে অনুপস্থিত। (নেতিবাচক)
৬। (ক) যেকোনো ৫টি বাক্য শুদ্ধ করে লেখো : ৫
(i) তিনি আরোগ্য হইয়াছেন।
(ii) সব মাছগুলোর দাম কত?
(iii) আপনি কি আমার স্বপক্ষে না বিপক্ষে?
(iv) ইদানীংকালে তাঁর অবকাশ নেই।
(v) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
(vi) বাজারে খাঁটি সরিষার তেল দুর্লভ।
(vii) আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে লইয়া আসিবেন।
(viii) দৈন্যতা সব সময় প্রশংসনীয় নয়।
অথবা
(খ) অনুচ্ছেদের শুদ্ধ করে লেখো :
রাহেলা দেখতে সুন্দরী বুদ্ধিতেও প্রখর। সে আজ সংকট অবস্থা পার করছে। কেননা পরিবারে ঐক্যতা নেই। বিশেষ করে স্বামীর আচরণ লজ্জাকর হয়ে উঠল। লোকটা কুপুরুষের মতো কথা বলছে।
৭। (ক) যেকোনো ১০টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো : ১০
Lease, File, Encyclopedia, Doner, Biodata, Academic year, Highway, Campus, Cabinet, Zoo, Viva-voce, Hostage, Copyright, Bail, Diploma.
অথবা
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো।
We live in the age of science. We can see the influence of science in all fields. Science is a constant companion in our daily life. We have made the impossible possible with the help of science. Present civilization is the glorious achievement of science. Science has to be employed in the greater welfare of mankind.
৮। (ক) একটি বর্ষণমুখর সন্ধ্যার অভিজ্ঞতা বর্ণনা করো। ১০
অথবা
(খ) তোমার কলেজে স্বাধীনতা দিবস উদ্যাপন বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৯। (ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য ন্যূনতম ৫টি বাংলা বাক্যের একটি ক্ষুদে বার্তা বা এসএমএস তৈরি করো। ১০
অথবা
(খ) মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকের শূন্য পদে চাকরির আবেদন করো।
১০। (ক) সারমর্ম লেখো : ১০
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করতে হবে এবং সব পণ্ডিতকে হত্যা করতে হবে। এতে উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্ম। এই আত্মকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশ বা জাতিকে উন্নত করতে হলে জ্ঞান ও সাহিত্যের বিকল্প নেই; পণ্ডিত ও সাহিত্যিক ছাড়া উপায় নেই।
অথবা
(খ) ভাব-সম্প্রসারণ কর :
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত।
১১। সম্প্রতি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বিষয়ে পিতা-পুত্রের কথোপকথন রচনা করো। ১০
অথবা
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে ‘শব্দ-দূষণ’ বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা করো:
মাইকের তীব্র শব্দে রাশিদুল কান চেপে ধরে…
১২। নিচের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো : ২০
(ক) মুক্তিযুদ্ধের চেতনা
(খ) নদী তীরে একাকী
(গ) দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ
(ঘ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
(ঙ) পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য
সূত্র : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর ওয়েবসাইট (www.nctb.gov.bd)

Rate this post