এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ pdf (HSC Bangla 2nd Paper Suggestion 2022) নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই শর্ট সাজেশন দেয়া হয়েছে। আশা করা যায়, সংক্ষিপ্ত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী এই সাজেশন অনুসরণ করে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।
Advertisement
Advertisement
Advertisement
এইচএসসি পরীক্ষা ২০২২
পাবলিক পরীক্ষা | উচ্চমাধ্যমিক / এইচএসসি পরীক্ষা ২০২২ |
বোর্ড সমূহ | সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – যশোর বোর্ড – কুমিল্লা বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড ) |
পরীক্ষা শুরু | ৬ নভেম্বর ২০২২ থেকে |
তত্ত্বীয় পরীক্ষা শেষ | ১৩ ডিসেম্বর ২০২২ |
ব্যবহারিক পরীক্ষা শুরু | ১৫ ডিসেম্বর ২০২২ থেকে |
Advertisement
Advertisement
এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ pdf | HSC Bangla 2nd Paper Suggestion 2022
Advertisement


Advertisement


Advertisement

গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ
- ১. যেসহে সে রহে,,,,,,,,,,,,,।
- ২. সু শিক্ষিত লোক মাত্রই,,,,
- ৩. জীবে প্রেম করে যেইজন,,,,,,,,,,,,,,,,,,
- ৪. দূর্জন বিদ্ধান হইলেও,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- ৫, স্বদেশের উপকারে নেই যার,,,,,,,,,,,,,
- ৬. স্বাধীনতা অর্জনের চেয়ে,,,,,,,,,,,
- ৭. তুমি অধম তাই বলিয়া,,,,,,,,
- ৮. সাহিত্য জাতির দর্পন,,,,
- ৯. পরিশ্রম সৌভাগ্যের,,,,,,,,
- ১০. সবার উপরে মানুষ সত্য,,,,,,,
- ১১. আন্যায় যেকরে আর,,,,,,
- ১২. মানুষ বাঁচে তার কর্মের,,,,,/ কীর্তি মানের মৃত্যু নেই,,,,,,
- ১৩. মিথ্যা শুনিনি ভাই,,,,,,,/ পথে প্রান্তে আমার তীর্থ নয়,,,,,,,,
- ১৪. দাও ফিরে সে অরণ্য,,,,,,,,,,,/প্রকৃতির ওপর আধিপত্য নয়।
- ১৫. স্বার্থমগ্ন রেজন বিমুখ বৃহৎ,,,,,,,,,
- ১৬. বিশ্বে তা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,,,,,,,,,।
- ১৭. প্রয়োজনে যে মরিতে প্রস্তুত,,,,,,,,
- ১৮. পথ পথিকের সৃষ্টি করেনা,,,,,,,
- ১৯. দুর্ণীতি জাতীয় জীবনের ‘,,,,,,
………………….
১. উচ্চারণের নিয়ম
- i. ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- ii. অ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- iii. এ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- iv. য-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- v. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, বানান শুদ্ধকরণ
স্বত্ত্বা, পোষ্টমাষ্টার, বিদূষি, ইতিমধ্যে, শিরচ্ছেদ, সম্বর্ধন, কথোপোকোথর, সুস্বাগত, ন্যুনতম, পুরস্কার, আবিস্কার, স্বরস্বতী, প্রাণীবিদ্ধা, ভৌগলিক, ইতিপূর্বে, গীতাঞ্জলী, বুৎপত্তি, আইনজীবি, মুর্চ্ছনা, উচ্ছাস, দৈন্যতা, শান্তনা, বুদ্ধিজীবি, পিপিলিকা, জৈষ্ঠ্য, লজ্জাষ্কর, পৈত্রিক, প্রতিযোগীতা, প্রোজ্জলন, ঐত্যতান, মুমুর্ষ, শ্রদ্ধাঞ্জলী, অপরাহ্ন, ষ্টেডিয়াম।
২. ব্যাকরণীক শব্দশ্রেণী
- i. ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বোঝ? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখো।
- অথবা, বাংলা ভাষার শব্দ শ্রেণিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। উদাহরণ সহ আলোচনা করো।
- ii. বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
- iii. ক্রিয়া বলতে কী বোঝ? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো।
- iv. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা করো।
- v. আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা করো।
বি.দ্র: একটা অনুচ্ছেদ থাকতে পারে। উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে।
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
আঁট-সাঁট, উত্তরোত্তর, অহিনকুল, দম্পতি, হিতাহিত, অগোরাত্র, সত্যাসত্য, দোয়াতকলম, চন্দ্রচুড়, সহোদর, আশীবিষ, উর্ণানাভ, নদীমাতৃক, যথেষ্ট, আমরণ, উদ্বেল, ষড়ঋতু, বজ্রকঠোর, চাঁদমুখ, নবপৃথিবী, লাল গোলাপ, ক্ষুধানল, সলিলসমাধি, ঢেঁকিছাঁটা, অনাহুত, অতীন্দ্রিয়, আদিগন্ত, আলুনি, বাক্যান্তর, আকষ্ঠ, বীরকেশরী, রাষ্ট্রপ্রতি, ধর্মঘট, তপোবন, বিমনা, গঙ্গা-যমুনা-মেঘনা, সাতসতেরো, পথেঘাটে, আমরা, নবরত্ন, শতাব্দী, ত্রিফলা, সপ্তডিঙা, রাজপথ, সত্যন্ত্রষ্ট, জয়ন্তী, বাগদত্তা, উপনদী, বিশালাক্ষী, হাতে পায়ে।
৩. বাক্য তত্ত্ব
- i. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো।
- ii. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো।
- iii. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি শুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরনসহ পর্যালোচনা করো।
আরো পড়ুন : এইএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২২ pdf
[…] এইচএসসি বাংলা ২য় পত্রের সাজেশন ২০২২ […]