এইচএসসি রেজাল্ট ২০২০ ২৮ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ১১ জানুয়ারি (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
>> আরো দেখুন : এসএমএসে কিভাবে এইচএসসির রেজাল্ট পাবেন : https://edudaily24.com/27576
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব নিয়ে এসেছিল। সংসদ অধিবেশন বসতে আর ৭ দিন বাকি। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে এটা অর্ডিন্যান্স করার দরকার নেই। এটা ভোটিং সাপেক্ষে সরাসরি অনুমোদন দেওয়া হল, প্রথম দিনই এটা পুটআপ করে ২-৩ দিনের মধ্যে আইন করে যাতে ২৫, ২৬ বা ম্যাক্সিমাম ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়, এটাই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) অধ্যাদেশ, ১৯৬১’ এবং সংশোধিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।