এইচএসসি ২০১৩ : ১৪ মে'র পরীক্ষা হবে ১৮ মে
১৪ মে (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা হবে ১৮ মে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ তথ্য জানান।
ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ১৮ মে সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
হরতালের কারণে এ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলা জানা গেছে।