এইচএসসি-২০১৯ পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী

আজ (১ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ২,৫৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। ৯,০৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

এইচএসসিতে ৮টি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন,
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন,
কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং
ডিআইবিএসের অধীনে ৪৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১১ মে পর্যন্ত। তারপর ১২ থেকে ২১ মে হবে ব্যবহারিক।

এবারের পরীক্ষায় অনিয়ম এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।